BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন পাবনার পুলিশ সুপার

Friday, August 10, 2018 - 838 hours ago

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন পাবনার পুলিশ সুপার বদলি জনিত কারনে পাবনা থেকে বিদায় নিলেন পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, (পিপিএম)। চাঁদপুর জেলায় যোগদানের উদ্দেশ্যে শুক্রবার পুলিশের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী ফুল সজ্জিত গাড়িতে রশ্মি টেনে পুলিশ সদস্যরা তাঁকে বিদায় জানান।  জিহাদুল কবিরের স্থানে পাবনায় পুলিশ সুপার হিসাবে যোগদান করছেন পুলিশ সদর দপ্তরের এআইজি শেখ রফিকুল ইসলাম। শুক্রবার সকালে পাবনার বিদায়ী পুলিশ সুপার জিহাদুল কবির, (পিপিএম) কে বিদায় দেবার সময় পুলিশ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার আগে জেলা পুলিশের সুসজ্জিত পুলিশদল তাঁকে বিদায়ী সালাম প্রদান করে। সালাম গ্রহন শেষে বিদায়ী পুলিশ সুপার উপস্থিত সকল পুলিশ অফিসার ,ফোর্স, গণ্যমান্য ব্যক্তি এবং এতিম শিশুদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। জিহাদুল কবির (পিপিএম) ২০ তম বিসিএস এর মধ্যদিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসাবে তার প্রথম কর্মস্থল ছিল মাগুরা জেলা এর পর তিনি রাজবাড়ি জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের অক্টোবর মাসে পাবনায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। 


bdnewseveryday.com © 2017 - 2018