BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

শিক্ষকরাই জাতি গড়ার মূল কারিগর: এলজিআরডি মন্ত্রী

Friday, August 10, 2018 - 838 hours ago

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‌‌‘শিক্ষকরাই একটি দেশের জাতি গঠনের মূল কারিগর। মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের সক্রিয়তায় দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে।’ 

শুক্রবার দুপুরে ফরিদপুরের শহরতলীর আফসানা মঞ্জিলে ‘সার্বজনীন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন বলেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে তিনি জাতীয়করণ করেছিলেন। যার কারণে দেশে শিক্ষা ব্যবস্থায় নবজাগরণ হয়।’

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

এ সময় সদর উপজেলার সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার প্রায় দুই সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

উত্তেফাক/বিএএফ/কেআই 


bdnewseveryday.com © 2017 - 2018