BdNewsEveryDay.com
Wednesday, August 15, 2018

কানাডায় গোলাগুলি, নিহত ৪

Friday, August 10, 2018 - 117 hours ago

কানাডার ফ্রেডেরিকটন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় ভোরে  একটি আবাসিক এলাকায় শুরু হয় গোলাগুলি। খবর কানাডার সিবিসি নিউজের।

সবশেষ খবরে জানা যায় স্থানীয়দের ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ এলাকা এড়িয়ে যেতে বলছে পুলিশ। আরও খবর তদন্তের পর জানাবে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রেডেরিকটনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নির্দেশনা অনুযায়ী দরজা বন্ধ করে ঘরে অবস্থান করছেন তারা।

ইত্তেফাক/টিএস


bdnewseveryday.com © 2017 - 2018