BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

কোহলিদের সঙ্গে দাওয়াত খেতে গিয়ে বিপাকে আনুশকা!

Friday, August 10, 2018 - 838 hours ago

ভারতের ক্রিকেট-বলিউড জুটির ভুরি ভুরি উদাহারণ আছে। কিন্তু বিরাট কোহলি আর আনুশকা শর্মার জুটি কেন যেন পছন্দ করে না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এর আগে আনুশকা শর্মা স্টেডিয়ামে যাওয়ায় অনেক কটূ কথা শুনতে হয়েছিল। দুজনে বিয়ে করার পরেও যখনই ক্রিকেটাঙ্গণে এসেছেন আনুশকা, ততবারই তাকে শুনতে হয়েছে কটুক্তি। চলতি ইংল্যান্ড সফরেও তার ব্যতিক্রম হলো না। এবার ছবি তুলতে গিয়ে বিপাকে পড়লেন এই বলিউড সুপারস্টার।

ইংল্যান্ড সফররত ভারতীয় দলকে সম্প্রতি নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার। এতে স্ত্রী আনুশকাকেও নিয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অনুষ্ঠানে যে অফিশিয়াল ফটোসেশন হয়, সেখানে কোহলির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন আনুশকা। এই ছবি ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে পোস্ট করতেই শুরু হয়ে যায় সমালোচনা। তাদের প্রশ্ন, আনুশকা ভারতীয় দলের সদস্য না হয়েও কীভাবে গ্রুপ ছবিতে থাকেন?

জবাবে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছে, 'যেকোনো বিদেশ সফরেই এমনটা হতে পারে। রাষ্ট্রদূত খেলোয়াড়দের সঙ্গে তাঁদের আত্মীয়স্বজনদেরও আমন্ত্রণ জানায়। সুতরাং সে কাকে নিয়ে যাবে, এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত। এমনকি লন্ডনেও খেলোয়াড়দের সঙ্গে স্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। এখানে কোনো প্রটোকল ভাঙা হয়নি।'

ভারতীয় রাষ্ট্রদূত ও তার স্ত্রীর আমন্ত্রণেই অনুষ্ঠানে আনুশকা হাজির হয়েছিলেন। আর অনুষ্ঠানটি তো ছিল রাষ্ট্রদূতের বাসাতেই, দূতাবাস কার্যালয়ে নয়। কিন্তু এসব যুক্তিতে ক্রিকেটপ্রেমীরা মানলে তো! আনুশকা শর্মা তো তাদের দুই চোখর বিষ। তাই সোশ্যাল সাইটে চলছে সমালোচনা।


bdnewseveryday.com © 2017 - 2018