BdNewsEveryDay.com
Monday, March 18, 2019

ছাত্র আন্দোলনে ‘অনুপ্রবেশকারী চিহ্নিত’: আইজিপি

Friday, August 10, 2018 - 838 hours ago

শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, সম্প্রতি নিরাপদ সড়কের ছাত্র আন্দোলনের নামে ‘অনুপ্রবেশকারী’ চিহ্নিত করা হয়েছে।

“ইতিমধ্যে আমারা কয়েকজনকে আটক করেছি। বাকি যারা জড়িত ও ইন্ধনদাতা আছে তাদের অচিরেই আটক করে এর কাজ শেষ করা হবে।”

রাজধানীতে দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ছাত্রদের আন্দোলনে কয়েকটি সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলাসহ বেশকিছু ঘটনা ঘটে। শিক্ষার্থীদের এ আন্দোলনে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করেছে বলে সরকারের ভাষ্য।

দুপুরে চাঁদপুর পুলিশ লাইনে পুলিশের নারী ব্যরাক, নতুন পুলিশ ফাঁড়ি ভবন ও পুলিশ লাইন জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


bdnewseveryday.com © 2017 - 2018