BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

নাটোরে বাবাকে গলাটিপে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

Friday, August 10, 2018 - 838 hours ago

নাটোরের নলডাঙ্গায় আফসার আলী (৭০) নামের এক ব্যক্তিকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার ছেলে মুরশীদ আলীর (৪০) বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে মুরশীদ আলী পলাতক রয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নলডাঙ্গা থানার ওসি নুর হোসেন খন্দকার জানান, আফসার আলীর সাথে সকালে জমিজমা নিয়ে তার ছেলে মুরশীদ আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মুরশীদ আলী তার বাবার গলা চেপে ধরেন। এতে আফসার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর মুরশীদ আলী পলাতক রয়েছেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মুরশীদকে গ্রেফতারে অভিযান চালছে। এ ঘটনায় এখনও কেউ কোন মামলা করেনি।

ইত্তেফাক/আরকেজি


bdnewseveryday.com © 2017 - 2018