BdNewsEveryDay.com
Monday, August 20, 2018

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিন: জাতিসংঘ

Friday, August 10, 2018 - 240 hours ago

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতাদেরকে রোহিঙ্গাদের পাশে থাকতে বলেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি। বালিতে এ অঞ্চলের ২৬টি দেশের নেতাদের অংশগ্রহণে ‘বালি প্রসেস’ এর সম্মেলনে এ আহ্বান জানান তিনি। খবর এপির।

ফিলিপো বলেন, গেল বছর মিয়ানমার থেকে পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গাকে আরও সহায়তা ও সুরক্ষা দিতে হবে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সমাধানের আগ পর্যন্ত আপনাদের সরকারগুলোর উচিত বাংলাদেশের প্রতি সংহতি জানানো।’

রাখাইন স্টেটের সমস্যার একটি ভাল সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান ফিলিপো। যাতে রোহিঙ্গারা নিজ বাসভূমে ফিরে যেতে পারে।

২০১৬ সালে বালিতে ‘বালি প্রসেস’ এর সম্মেলনেও রাষ্ট্রহীন মানুষদের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে ‘বালি ঘোষণা’ গ্রহণ করা হয়।ইত্তেফাক/টিএস


bdnewseveryday.com © 2017 - 2018