BdNewsEveryDay.com
Wednesday, October 17, 2018

জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারক সই

Friday, August 10, 2018 - 838 hours ago

জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়ায় গতি আনতে এই সমঝোতা হচ্ছে। এ বিষয়ে নেপাল সরকার ইতিবাচক সাড়া দিচ্ছে।

আজ শুক্রবার দুপুরে কাঠমান্ডুতে নেপালের জ্বালানি, পানি ও সেচ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই হয়। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানিমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত এ চুক্তি সই করেন।

জানা গেছে, এই সমঝোতার আওতায় নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানি ছাড়াও নেপালের বিদ্যুৎখাতে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের বিষয়গুলো রয়েছে।

চুক্তির জন্য নেপাল সরকারকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, অনেক অপেক্ষার পর এই চুক্তি হল। বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে তিনি আশাবাদী। 

ইত্তেফাক/এমআই


bdnewseveryday.com © 2017 - 2018