BdNewsEveryDay.com
Wednesday, August 15, 2018

এক ওয়াক্ত নামাজ দুবার দুই জামাতে পড়া যায়?

Friday, August 10, 2018 - 121 hours ago

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২১৫১তম পর্বে এক ওয়াক্ত নামাজ দুবার দুই জামাতে পড়া যায় কি না, সে সম্পর্কে  ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : এক ওয়াক্ত নামাজ কি দুবার দুই জামাতে পড়া যায়?

উত্তর : পড়লে পড়া যায়, অসুবিধা নেই। প্রথমবার আপনার ফরজ আদায় হয়ে যাবে। দ্বিতীয়বার পড়লে আপনার নফল আদায় হবে।

সাহাবায়ে কেরামরা রাসূলের (সা.) পেছনে নামাজ আদায় করে আবার নিজের সম্প্রদায়ের কাছে গিয়ে নিজেরা ইমামতি করে নামাজ পড়েছেন।

নফল পড়া ব্যক্তির পেছনে ফরজ নামাজ পড়া যাবে কি না, সেটিও সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা জানতে পারি। ইসলামিক স্কলাররা বলেছেন যে, একজন একাধিক ইমামতিও করতে পারবেন এবং একই নামাজ একাধিক বা দুবারও পড়তে পারবেন।

কেউ যদি বাসায় একা নামাজ পড়ে পরে কোথাও জামাতের নামাজ পেয়ে যান, তখন জামাতেও আপনি নামাজ আদায় করতে পারবেন। সে ক্ষেত্রে প্রথমবার ফরজ আদায় হয়ে যাবে এবং দ্বিতীয়বার নফল আদায় হবে। যদিও দ্বিতীয়বার নফল আদায় হবে, তারপরও জামাতে নামাজ আদায়ের জন্য আপনি জামাতের সওয়াবও পেয়ে যাবেন।


bdnewseveryday.com © 2017 - 2018