BdNewsEveryDay.com
Wednesday, August 15, 2018

৯ দিন পর দক্ষিণাঞ্চলের ৮ পথে বাস চলাচল শুরু

Friday, August 10, 2018 - 122 hours ago

ঝালকাঠি ও বরিশাল বাস মালিক সমিতির মধ্যে সমঝোতা হওয়ায় টানা নয় দিন বন্ধ থাকার পর দক্ষিণাঞ্চলের আট রুটে আজ থেকে বাস চলাচল শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি বাস মালিক সমিতি কার্যালয়ে দুই জেলার মালিক সমিতির বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমঝোতা হওয়ায় পর গত ২৪ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির সাতটি ট্রিপ পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটে চলছে।

এর মধ্য দিয়ে সড়কে ন্যায্য হিস্যা পূরণ হয়েছে বলে দাবি করেছেন ঝালকাঠি বাস মালিক সমিতি।

এদিকে দ্বন্দ্ব নিরসন হওয়ায় বরিশালের রূপাতলী থেকে ঝালকাঠি, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও বামনা রুটে বাস চলাচল শুরু হয় সকাল থেকে। এতে যাত্রীদের দুর্ভোগ করেছে বলে জানিয়েছেন বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা।

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন এবং ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহ আলমসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।


bdnewseveryday.com © 2017 - 2018