BdNewsEveryDay.com
Monday, August 20, 2018

ইয়েমেনে সৌদি জোটের শিশু হত্যার তীব্র নিন্দা জানাল ইরান

Friday, August 10, 2018 - 252 hours ago

ইয়েমেনের একটি স্কুল বাসে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সেই সঙ্গে দারিদ্র পীড়িত দেশটির ওপর আগ্রাসন বন্ধ করতে সৌদি আরব ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে বৃহস্পতিবার সকালে একটি স্কুলবাসের ওপর বিমান হামলা চালায় সৌদি বাহিনী। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই পাশবিক হামলায় অন্তত ৫০ ব্যক্তি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৭ ব্যক্তি।

ইয়েমেনের আল-মাসিরা টিভি জানিয়েছে, হতাহতরা বাসে করে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি আরবের ওই পাশবিক হামলাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

ওদিকে সৌদি আরব এই ভয়াবহ শিশুহত্যার ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে দাবি করেছে, এটি একটি ‘বৈধ’ হামলা। রিয়াদ আরো দাবি করেছে, ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে স্কুলবাসে হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০


bdnewseveryday.com © 2017 - 2018