BdNewsEveryDay.com
Friday, February 22, 2019

পহেলা আগস্ট শুরু হবে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’

Thursday, July 12, 2018 - 838 hours ago

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ।

শোকের মাস আগস্টের প্রথম দিন এই মেলা শুরু হবে। শেষ হবে ৩১ আগস্ট। মেলায় জাতিরজনক বঙ্গবন্ধুর লেখা ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ ও ‘ কারাগারের রোজনামচা’সহ বিভিন্ন লেখকদের রচিত বই থেকে বাছাই করে বঙ্গবন্ধুর ওপর খ্যাতিমান লেখকদের ১০০টি সেরা বই প্রদর্শিত এবং বিক্রি করা হবে। বঙ্গবন্ধুর ওপর শ্রাবণ প্রকাশনীর বই এতে থাকবে।

মেলায় ক্রেতারা ২৫ ভাগ কমিশনে বই কিনতে পারবেন। মেলার পিকআপ ভ্যান ঢাকা শহর ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ’এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করবে।

শ্রাবণ প্রকাশনীর স্বত্তাধিকারী রবীন আহসান এই সব তথ্য জানান। তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুকে, তাঁর জীবনী, তাঁর কর্মকে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ সব বয়স ও শ্রেণি পেশার মানুষের মাঝে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজটুয়েন্টিফোরডটকম। রাজধানী ঢাকা ও এর আশপাশ জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনের সামনে এই মেলার গাড়ি অবস্থান করবে।


bdnewseveryday.com © 2017 - 2018