BdNewsEveryDay.com
Monday, July 23, 2018

ইঁদুর মারা ঔষধকে আচার মনে করে খেয়ে শিশুর মৃত্যু

Thursday, July 12, 2018 - 268 hours ago

রাজধানীর মিরপুরে ইঁদুর মারার ওষুধ খেয়ে আব্দুল্লাহ আল আমিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মিরপুরের শাহ আলীবাগের ১ নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ইঁদুর মারা ঔষধকে আচার মনে করে খেয়েছিল।

জানা গেছে, দুপুরে ঘরে আব্দুল্লাহ ও ইশা খেলছিলো, আর তিনি ঘুমাচ্ছিলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে তাকে ডাকতে থাকে। পরে তাদের মুখ দিয়ে অস্বাভাবিকভাবে লালা ঝরতে দেখে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে বিকেলে সাড়ে ৪টার দিকে দু’জনকেই ঢামেক হাসপাতালে এনে পাকস্থলী ওয়াশ করা হয়। এরপর দু’জনকে শিশু বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


bdnewseveryday.com © 2017 - 2018