Thursday, July 12, 2018 - 838 hours ago
উইম্বলডনে টানা ৩২ সেট জিতে খেলতে নামা ফেদেরার বুধবার প্রথম দুই সেট জিতে আরেকটি সরাসরি সেটে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। চার ঘণ্টা ১৩ মিনিট স্থায়ী ম্যাচে সুইস তারকাকে ২-৬, ৬-৭, ৭-৫, ৬-৪, ১৩-১১ গেমে হারান অষ্টম বাছাই অ্যান্ডারসন।