BdNewsEveryDay.com
Sunday, July 22, 2018

শেরপুরে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Thursday, July 12, 2018 - 269 hours ago

শেরপুরে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনের চর গ্রামের বাড়ির পাশে কাউনের বিলে খেলা করার সময় পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজের ৭ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, ওই এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ মিয়া (৬)।

শ্রীবরদী থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে ভেলুয়ার কাউনের চর বিলের ধারে ৩ শিশু খেলতে যায়। এ সময় আকস্মিকভাবে তিন শিশু বিলের পানিতে পড়ে নিখোঁজ হয়। সন্ধ্যার পরও শিশুরা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হলে বিলের পানিতে শিশু নূর মোহাম্মদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। বিলে অনেক খোঁজাখুঁজি করেও অপর দুই শিশুর কোনো সন্ধান না পেয়ে শেরপুর দমকল বিভাগে খবর দেওয়া হয়।

পরে শেরপুর দমকল বিভাগ ও ময়মনসিংহ থেকে আসা দমকল বিভাগের ডুবুরি দল কাউনের বিলের পানিতে অনুসন্ধান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে অপর দুই শিশু মোহাম্মদ আলী ও রিয়াদ মিয়ার লাশ উদ্ধার করে।


bdnewseveryday.com © 2017 - 2018