BdNewsEveryDay.com
Saturday, February 16, 2019

শিক্ষার্থীদের বিক্ষোভ বন্ধে পুলিশ ডাকার হুমকি ঢাবি শিক্ষকের

Wednesday, July 11, 2018 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক:

শিক্ষার্থীদের ক্লাস করতে দিতে বাধা দেয়ার চেষ্টা এবং বিভাগে কোনো সমস্যা করলে পুলিশ ডাকার হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক।

বুধবার বিভাগের শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানের মুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি নিলে অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন এ হুমকি দেন

শিক্ষার্থীরা সকাল ৯টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের সামনে অবস্থান নেন এবং মশিউরের মুক্তি ও তার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

এক পর্যায়ে অধ্যাপক জামাল ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের চলে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা তার আদেশ অমান্য করে বিক্ষোভ চালিয়ে যান।

এ সময় অধ্যাপক জামাল বলেন, ‘আমি ক্লাস নিতে চাই। তোমরা আমাকে ক্লাস নেয়া থেকে বিরত থাকতে বাধ্য করতে পার না। কেউ যদি আমাকে নিয়মিত দায়িত্ব পালনে বাধা দেয়ার চেষ্টা কর, আমি প্রক্টরিয়াল টিম ও পুলিশ ডাকব।’ 

সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ইউএনবিকে বলেন, ‘অধ্যাপক জামাল আমাদের ছবি তুলেন এবং সেখান থেকে না সরলে পুলিশ ডাকার হুমকি দেন। আমাদের বন্ধু মশিউর মুক্ত না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেব না।’

এ বিষয়ে ইউএনবির প্রতিনিধি এ কে এম জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবির বিজ্ঞান অনুষদের তিন শতাধিক শিক্ষার্থী মোকাররম ভবনের সামনে মানববন্ধন করেছে।


bdnewseveryday.com © 2017 - 2018