Wednesday, July 11, 2018 - 838 hours ago
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ বলেছেন, আমেরিকা এখন সামরিক দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। আজ (বুধবার) 'শাহরে কুর্দ'-এ এক সেমিনারে তিনি একথা বলেন।
রামাজান শরীফ আরও বলেছেন, আমেরিকার সামরিক শক্তি এখন আর আগের মতো নেই। কারণ আমেরিকার সবচেয়ে চৌকস নৌসেনারা ইরানি যোদ্ধাদের কাছে আটক হচ্ছে এবং নতিস্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা ইরানের সমুদ্রসীমা লঙ্ঘন করার কারণে এর আগে ক্ষমা চেয়েছে।
তিনি বলেন, ইরানের সামরিক শক্তি আগের চেয়ে বেড়েছে। তবে ইরানের শক্তির মূল ভিত্তি হচ্ছে জনগণ।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। তবে তারা ইরানের ক্ষতি করতে পারবে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১