BdNewsEveryDay.com
Sunday, April 22, 2018

আবুধাবিতে বাংলাদেশি স্পোর্টস ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

Monday, April 16, 2018 - 132 hours ago

স্থানীয় সময় শুক্রবার আবুধাবির আল জাজিরা স্পোর্টস ক্লাব ও আবুধাবি ইয়াস একাডেমিতে এ প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ৩০টি দেশের ১৬০টি দলের প্রায় তিনশ খেলোয়াড় অংশ নেন।

নাসের স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান ও মালিক মোরশেদুল ইসলাম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি ও অর্থ পুরস্কার দেন।

এসময় টিম ম্যানেজার মামুনুর রশীদ মুন্না, নির্বাহী সদস্য গোলাম কাদের ইফতি, কোচ মোহাম্মদ জাভেদ, রেজাউল ও ইউসুফসহ অন্যান্য সংগঠকরা উপস্থিত ছিলেন।

আবুধাবির মোসাফফাহ শিল্পাঞ্চলের একজন প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তা চট্টগ্রাম জেলার রাউজান থানার পশ্চিম গুজারার মোরশেদুল ইসলাম। চার বছর আগে তিনি তার অটো ওয়ার্কশপে গড়ে তুলেন ‘নাসের স্পোর্টস ক্লাব’।দিনের বেলায় কর্মমুখর অটো ওয়ার্কশপটি রাতে পরিণত হয় একটি ইনডোর স্টেডিয়ামে। নিয়মিত চলে খেলাধুলা ও বিভিন্ন টুর্নামেন্ট।

সম্প্রতি নাসের স্পোর্টস ক্লাব ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অব দুবাইয়ের অনুমোদন পেয়েছে।


bdnewseveryday.com © 2017 - 2018