BdNewsEveryDay.com
Sunday, July 22, 2018

বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই: কাদের

Friday, June 22, 2018 - 733 hours ago

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আর কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি কথা বলেন। কাদের বলেন, বিএনপি কি চায় সেটা তারা নিজেরাই জানে না। আগামী নির্বাচন কেন্দ্রিক বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন হবে না। ২০১৪ সালের মতো জ¦ালাও-পোড়াও করে আর কেউ পার পাবে না


bdnewseveryday.com © 2017 - 2018