BdNewsEveryDay.com
Wednesday, April 25, 2018

অন্তর্জালে শাফিন আহমেদের নতুন গান ‘ফিরে আয়’

Monday, April 16, 2018 - 217 hours ago

এই প্রথম সিডি চয়েজের ব্যানারে গাইলেন শাফিন আহমেদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, প্রাথমিকভাবে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। অচিরেই প্রকাশ করা হবে এর অফিসিয়াল ভিডিওটি।

সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, “শাফিন আহমেদের গায়কীর নিজস্ব একটা ধাঁচ আছে। সে আঙ্গিকেই তিনি গানটি তৈরি করেছেন। গানটির মধ্যে পুরনো শাফিন আহমেদকে নতুন করে আবিষ্কার করতে পারবেন তার ভক্ত-শ্রোতারা। এ পর্যন্ত যারা শুনেছেন সবাই বেশ পছন্দ করেছেন। গানটি নিয়ে আমরা বেশ আশাবাদী।”

গানটি প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘সিডি চয়েসের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। চেষ্টা করেছি নিজস্ব স্টাইল ঠিক করে গানটিতে কিছু নতুনত্ব আনতে। কথা-সুর-সংগীতায়োজন এবং গায়কীতে বর্তমান সময়ের কথা মাথায় রেখেছি। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”‘ফিরে আয়’ গানটির লিরিকাল ভিডিওর ইউটিউব লিংক


bdnewseveryday.com © 2017 - 2018