BdNewsEveryDay.com
Monday, April 23, 2018

আমিন জুয়েলার্সের স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগ

Monday, April 16, 2018 - 172 hours ago

ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সের স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।

দোকানের বিক্রয়কর্মী শাখাওয়াত জানিয়েছেন, পহেলা বৈশাখের কারণে গত দুইদিন দোকান বন্ধ ছিলো। সোমবার (১৬ এপ্রিল) সকালে দোকান খুলে দেখি দোকানের ছাদ ভেঙে স্বর্ণ ও দোকানে থাকা নগদ টাকা চুরি হয়েছে। 

তবে তিনি চুরি যাওয়া স্বর্ণের পরিমাণ ও নগদ টাকার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেন নি।    গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখের দিন রাতে কর্তৃপক্ষ দোকান বন্ধ করে চলে যায়। সোমবার সকালে দোকান খুলে ক্যাশে রাখা অর্ধেক টাকা পাওয়া যায়নি। দোকানে সাজানো শত শত ভরি স্বর্ণ থাকলেও প্যাকেটে রাখা কিছু স্বর্ণ পাওয়া যাচ্ছে না। আর কর্তৃপক্ষ এখনও কোনো হিসেব দেয়নি। 

বিষয়টি ‘রহস্যজনক’ উল্লেখ করে তিনি বলেন, মার্কেটের ছাদের একটি অংশে নতুন ঢালাই পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চোর এখান দিয়ে প্রবেশ করে চুরি শেষে ফের ঢালাই করে পালিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮ এমএইস/এজেডএস/জেডএস


bdnewseveryday.com © 2017 - 2018