BdNewsEveryDay.com
Sunday, July 22, 2018

প্রেমিককে নিয়ে চুপিচুপি মুম্বাই ফিরলেন প্রিয়াঙ্কা

Friday, June 22, 2018 - 734 hours ago

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের কথা এখন আর কারও অজানা নয়। সম্প্রতি নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।

নিউ ইয়র্ক ঘোরাঘুরি শেষে এবার প্রেমিককে নিয়ে চুপিচুপি নিজ দেশ মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার (২১ জুন) মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে প্রিয়াঙ্কা-নিককে। এসময় তাদের ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। এরইমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিগুলো। যা রীতিমতো ভাইরাল।

এদিকে, ভারত ভ্রমণ প্রসঙ্গে গত বছর এক সাক্ষাৎকারে নিক বলেছিলেন, ‘আমি কখনও ভারতে যাইনি। কিন্তু আমার নতুন বন্ধু প্রিয়াঙ্কার মুখ থেকে সেখানের গল্প শুনে সেখানে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’    

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২২, ২০১৮ বিএসকে


bdnewseveryday.com © 2017 - 2018