BdNewsEveryDay.com
Wednesday, January 16, 2019

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

Friday, June 22, 2018 - 838 hours ago

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৮ যাত্রী। নিহতরা হলো, ঠাকুরগাঁও জেলার সৈয়দপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহির আলী ও আব্বাস আলীর ছেলে সিদ্দিক হোসেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতীতে এ দুর্ঘটনা ঘটে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন সাংবাদিকদের জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইন্টারসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে ভূঁইয়াগাতী এলাকায় বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৮জন আহত হয়। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


bdnewseveryday.com © 2017 - 2018