Monday, April 16, 2018 - 132 hours ago
সংগ্রাম অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির প্রসীত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের বিরুদ্ধে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ সংস্কারপন্থী দলের পরিবার ও আত্মীয় স্বজনদের নিজ বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয় ইউপিডিএফের ভয়ে প্রায় দেড়শ পরিবার স্ব স্ব এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাসোনা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন ববিতা চাকমা, যুবলীকা চাকমা, ঝর্ণা চাকমা, এলিনা চাকমা, রিতা চাকমা এবং সুরেত্না চাকমা প্রমুখ।
তারা বলেন, রাজনৈতিক দল ইউপিডিএফের লোকজন ঘরে ঘরে গিয়ে ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। ইতিমধ্যে মহালছড়ি উপজেলার মোবাছড়ি, বাঘাইছড়ির রেতকাবা মুখ, কেরাঙ্গাতলী, দীঘিনালার বানছড়া, পানছড়ির প্রায় দেড়শ পরিবার ইউপিডিএফের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে খাগড়াছড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এসব পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সাংবাদিক সম্মেলনে এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও প্রসীত খীসার সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।