BdNewsEveryDay.com
Wednesday, April 25, 2018

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

Monday, April 16, 2018 - 217 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলী (৩৮) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাঝগাঁও গ্রামের মাহমদ আলীর পুত্র।

পুলিশ জানায়, ফিরোজ আলী সোমবার সকাল ১০টায় তার বন্ধু আব্দুল গণির সাথে মোটরসাইকেলে করে বিশ্বনাথ উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল আরোহী ফিরোজ আলী গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


bdnewseveryday.com © 2017 - 2018