BdNewsEveryDay.com
Sunday, April 22, 2018

উদ্বিগ্ন ইসরাইল

Monday, April 16, 2018 - 132 hours ago

ঢাকা অফিস- Monday, April 16th, 2018

সিরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-থ্রি হান্ড্রেড দিতে পারে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করার পর ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, এর ফলে ইসরাইলের বিমান বাহিনী হুমকির মুখে পড়বে। আরও বেশি ইসরাইলি পাইলট প্রাণ হারাবে।

ইসরাইলি টিভি চ্যানেল ‘আইটুয়েন্টিফোরনিউজ’ লিখেছে, সিরিয়ার কাছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে বলে ইসরাইলের অন্যান্য গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রুশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্নেল সের্গেই রুদস্কয় গত শনিবার বলেছেন, আগে থেকেই অস্থির অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তোলার জন্যই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, সিরিয়াসহ অন্য দেশগুলোকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে।
bdnewseveryday.com © 2017 - 2018