BdNewsEveryDay.com
Sunday, July 22, 2018

কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন এমবাপে

Friday, June 22, 2018 - 735 hours ago

২১তম ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পেরুর বিপক্ষে ৩৪ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। এর ফলে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার নতুন রেকর্ড গড়লেন এমবাপে। বর্তমানে এমবাপের বয়স ১৯ বছর ১৮৩ দিন। রেকর্ড গড়ে ডেভিড ত্রেজেগুয়েত ও থিয়েরি অঁরিকে পেছনে ফেলেন এমবাপে। ২০ বছর বয়সে বিশ্বকাপ আসরে গোল করেছিলেন ত্রেজেগুছেু ও অঁরি।


bdnewseveryday.com © 2017 - 2018