BdNewsEveryDay.com
Sunday, April 22, 2018

‘সিরিয়াতেই সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীদের কবর রচিত হবে’

Monday, April 16, 2018 - 132 hours ago

মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরের ছেলে আব্দুল হাকিম নাসের বলেছেন, সিরিয়া হচ্ছে আরব বিশ্বের হৃদপিণ্ড এবং সিরিয়াতেই সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীদের কবর রচিত হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন।

সিরিয়ায় গত শনিবারের ইঙ্গ-মার্কিন ও ফরাসি হামলার নিন্দা জানিয়ে তিনি ওই হামলাকে মিশরে ১৯৫৬ সালে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন।

আব্দুল হাকিম নাসের আরো বলেছেন, ১৯৫৬ সালে মিসর আগ্রাসীদের মোকাবেলা করেছিল এবং সিরিয়া মিসরের পক্ষে অবস্থান ঘোষণা করেছিল।

তিনি আরো বলেছেন, নব্য উপনিবেশবাদীরা ভাবছে আরব দেশগুলোর বিশ্বাসঘাতকরা জনগণের ওপর সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীদের লক্ষ্য-উদ্দেশ্য চাপিয়ে দিতে পারবে। কিন্তু বাস্তবে তারা ব্যর্থ হবে।

জামাল আব্দুন নাসের ১৯৫৬ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত মিসরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে সবচেয়ে জনপ্রিয় আরব নেতাদের মধ্যে অন্যতম বলে বিবেচনা করা হয়।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ান


bdnewseveryday.com © 2017 - 2018