BdNewsEveryDay.com
Thursday, March 21, 2019

দানিলোর চোটে ব্রাজিল একাদশে ফাগনার

Friday, June 22, 2018 - 838 hours ago

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, বৃহস্পতিবার অনুশীলনের সময় কটিতে ব্যাথা অনুভব করেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অধীনে তার চিকিৎসা চলবে এবং তিনি শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচ খেলতে পারবেন না।

গোড়ালির গাঁটের সমস্যা কাটিয়ে নেইমারের খেলা নিশ্চিত হওয়ায় কোস্টা রিকার বিপক্ষে দলে আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

ব্রাজিল দলের নিয়মিত রাইট ব্যাক দানি আলভেস বিশ্বকাপের আগেই চোটে পড়ে ছিটকে যান। প্রথম ম্যাচে তার জায়গায় খেলা দানিলোও এবারে ছিটকে গেলেন।

করিন্থিয়ান্সে খেলা ফাগনারের জাতীয় দলে অভিষেক ২০১৭ সালে। কোস্টা রিকার বিপক্ষে ব্রাজিলের হয়ে নিজের পঞ্চম ম্যাচটি খেলবেন এই ডিফেন্ডার।

শুক্রবার সেন্ত পিতার্সবুগে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কোস্টা রিকার মুখোমুখি হবে ব্রাজিল।


bdnewseveryday.com © 2017 - 2018