BdNewsEveryDay.com
Thursday, March 21, 2019

কতটা হতাশ মেসি!

Friday, June 22, 2018 - 838 hours ago

বিশ্বকাপের আসর শুরুর আগ থেকেই এবারের আর্জেন্টাইন দল নিয়ে তেমন একটা আশাবাদী ছিলেন না ফুটবল বোদ্ধারা। খোদ দলটির প্রাণভোমরা মেসিও তেমন একটা আশাবাদী ছিলেন না। তাদের লক্ষ্য ছিল কোয়ার্টাার ফাইনাল খেলা। কিন্তু গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর মেসি-আগুয়েরা বাহিনীকে নিয়ে শঙ্কা আরও বড় হয়েছিল ভক্তদের মনে। 

গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে পুরোপুরি বিধ্বস্ত হয় টুর্নামেন্টের শুরু থেকে মনোবলহীন আর্জেন্টিনা। সেই ছাপ পুরোপুটি ফুটে ওঠে ক্রোয়েশিয়ার বিপক্ষের খেলার বিভিন্ন মুহূর্তে। ছবিতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে মেসির হতাশার দৃশ্য এরকই ছিল... ম্যাচের শুরুতে গোলের সুযোগ মিস করেন মেসি। প্রথম সুযোগ মিস করার পর মেসি এবং মেজাকেও হতাশ হতে দেখা যায়। ম্যাচে এরকম কয়েকবার আর্জেন্টাইন দলপতি মেসিকে হতাশ হয়ে নিচের দিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। নিজের প্রত্যাশিত খেলা খেলতে না পেরে বেশ বিধ্বস্তই হয়ে পড়েন মেসি। ম্যাচের কয়েকটা মুহূর্তে তাকে মেজাজ হারাতেও দেখা গেছে।  ম্যাচের পুরোটা জুড়ে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি বার্সেলোনা সুপারস্টার মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তিন গোল হজম করার পর অনেকটা হতভম্ব মনে হয়েছে মেসিকে। যেন বিশ্বাস করাটা কঠিন। তখন মনে মনে কী ভাবছিলেন মেসি। তবে কি গ্রুপ পর্ব থেকেই...। বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ২২, ২০১৮ এসএইচ


bdnewseveryday.com © 2017 - 2018