BdNewsEveryDay.com
Wednesday, January 16, 2019

ইনজুরিতে দানিলো, খেলবেন ফাগনার

Friday, June 22, 2018 - 838 hours ago

ইনজুরিতে পড়ায় কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটির রাইটব্যাক দানিলোর।

শুক্রবারের ম্যাচে দানিলোর জায়গায় কনিন্থিয়ান্সের ফুলব্যাক ফাগনার খেলবেন বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের প্রথম পছন্দের রাইটব্যাক দানি আলভেজ ইনজুরির খরায় পড়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েন। এরপর দানিলোর ইনজুরি কোচ তিতেকে ভাবিয়ে তুলেছে।

দানিলোর বদলে কোস্টারিকার বিপক্ষে ফাগনারের খেলার খবর জানিয়ে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন বলেছে, দলের ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসকদের অধীনে দানিলোর ট্রিটমেন্ট চলছে।

শুক্রবার (২২ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় বিকেল ৬টায় মুখোমুখি হবে গ্রুপ ‘ই’র দুই দল ব্রাজিল ও কোস্টারিকা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৮ এমজেএফ


bdnewseveryday.com © 2017 - 2018