BdNewsEveryDay.com
Monday, April 23, 2018

শিক্ষার্থীদের বকেয়ার কারণে হাবিপ্রবির জিয়া হলের ডাইনিং বন্ধ

Monday, April 16, 2018 - 173 hours ago

শিক্ষার্থীদের বকেয়ার কারণে হাবিপ্রবির জিয়া হলের ডাইনিং বন্ধ দিনাজপুরের  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি) আবাসিক জিয়া হলের ডাইনিং প্রায় ১ মাস ধরে বন্ধ। এতে হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে । হলের ডাইনিং বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। হল থেকে বাইরে হোটেলে  আসতে তাদের অনেক সময় নষ্ট হচ্ছে এবং স্থানীয় হোটোলগুলোতে বেশি দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে গত (২২ মার্চ) হল ফিস্টের পর দুই এক ডাইনিং চালু ছিল কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। ডাইনিং বন্ধ হলে আমাদের খাবারের কষ্ট হয়। অনেক সময় লাঞ্চ আওয়ারে এসে গোসল এবং বাইরে হোটেলে খেতে গেলে ক্লাসের সময় শেষ হয়ে যায়। এখানকার হোটেল মালিকগুলো বেশি টাকা নিয়ে নিম্ন মানের খাবার সরবরাহ করে এবং হল থেকে হোটেলে যেতে আমাদের অনেক সময় নষ্ট হয়।এ বিষয়ে আমরা হল কর্তৃপক্ষকে আগেও অবহিত করেছি। জিয়াউর রহমান হলের সোহেল রানা  নামে এক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজের পর থেকে আমাদের ডাইনিং বন্ধ করা রাখা হয়েছে।এতে আমরা অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।বাইরে হোটেলে খেতে আমাদের অনেক টাকা ও সময় নষ্ট হচ্ছে"।  ডাইনিং সংশ্লিষ্টরা জানান, হলের  শিক্ষার্থীরা তাদের বাকি বিল পরিশোধ না করায় ডাইনিং বন্ধ করে রাখা হয়েছে। এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান  হলের সহকারী হল সুপার ডা. মো. আবু সাইদ  বলেন, " বিশ্ববিদ্যালয়ের  ছাত্র সংগঠনে অনেক  নেতৃবৃন্দের কাছে  প্রায় ১৮,০০০ টাকা পাওয়া যাবে। তাদেরকে বার বার নোটিশ দেওয়ার পরে তারা বাকি টাকা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে হল প্রশাসন ডাইনিং বন্ধ রাখে"। তিনি আরও বলেন, আমি নিজে ১০,০০০ টাকা ভর্তুকি দিয়েছি। আগামী দুই এক দিনের মধ্যে ডাইনিং আবার চালু হবে।


bdnewseveryday.com © 2017 - 2018