BdNewsEveryDay.com
Friday, July 20, 2018

বহির্বিশ্বের ঘৃণা মিয়ানমারে উত্তেজনা তৈরি করেছে : সু চি

Friday, June 22, 2018 - 677 hours ago

মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, বাইরের বিশ্বের ঘৃণা ও বিদ্বেষ তার দেশে উত্তেজনা তৈরি করেছে। গতকাল বৃহস্পতিবার সু চির ফেসবুক পাতায় এক বিবৃতিতে এই কথা বলা হয়।

তিনি বুধবার মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিশটিন সারনার বারগেনারের সঙ্গে বৈঠকে সু চি এই মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা বাইরের বিশ্ব থেকেই এসেছে।

সু চি আরো বলেন, এই সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি করতে সময় এবং ধৈর্য প্রয়োজন।-আরব নিউজ।

ইত্তেফাক/মোস্তাফিজ


bdnewseveryday.com © 2017 - 2018