BdNewsEveryDay.com
Sunday, July 22, 2018

চট্টগ্রামে আলাদা দুর্ঘটনায় দুজনের মৃত্যু

Friday, June 22, 2018 - 744 hours ago

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্দর থানায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় গার্মেন্টকর্মী ত্রিনা আকতারের (১৮)। অন্যদিকে খুলশি থানা এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে মো. সজিব (১৫) নামের এক স্কুলছাত্র। 

ত্রিনা আকতার ইপিজেড এলাকার একটি গার্মেন্টে কাজ করতেন। গতকাল দুপুরের খাবার খেতে নগরীর নিমতলা বিশ্বরোডে বাসায় যাওয়ার পথে কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ত্রিনা আকতার নিমতলা এলাকার আবুল কালামের মেয়ে। 

এদিকে নগরীর খুলশী থানার মতিঝর্না এলাকায় বিদ্যুৎস্পর্শে নিহত সজিব অষ্টম শ্রেণিতে পড়ত। গতকাল দুপুরে ওই এলাকার একটি সেলুনে ঝিলিক বাতি নিয়ে নাড়াচাড়া করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজিব মতিঝর্না এলাকার মো. ইউসুফের ছেলে।


bdnewseveryday.com © 2017 - 2018