BdNewsEveryDay.com
Saturday, December 15, 2018

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

Friday, June 22, 2018 - 838 hours ago

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায়  জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বলেছেন, তিনি মনে করেন  যে কোনো দেশের জাতীয় অগ্রাধিকারের প্রতি ব্যাংকের সমর্থন দেয়া উচিত।”

কৃষিসহ বিভিন্ন খাতের উন্নয়নে নানা দেশের সরকারের ভর্তুকি দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের শর্ত আরোপের কথা শেখ হাসিনা তুলে ধরলে সংস্থাটির নির্বাহী পরিচালকের এই মন্তব্য আসে।

সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি গর্বিত অবস্থানে নিয়ে এসেছেন।

এসময়, বাংলাদেশের প্রবৃদ্ধি সাত দশমিক ৭ হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের জন্য এটি একটি বিরাট অর্জন।

বাংলাদেশের এই সাফল্যের গল্প অন্যান্যের দেশের জন্য অনুসরণীয়, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের প্রথম লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সামাজিক নিরাপত্তা বিধানকরা। পাশাপাশি জাতির জনকের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া।

ভারতের নাগরিক অপর্না সুব্রামনি ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলংকা সমন্বয়ে বিশ্ব ব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাক্ষাতকালে মুখ্যসচিব মো. নজিবুর রহমানও উপস্থিত ছিলেন।


bdnewseveryday.com © 2017 - 2018