BdNewsEveryDay.com
Tuesday, July 17, 2018

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

Thursday, June 21, 2018 - 613 hours ago

সিলেট: বিদ্যুতের সঙ্গে জড়িয়ে কেটেছে জীবনের ৩০টি বসন্ত। আর কিছুদিন পরই অবসরে যেতেন। কিন্তু তার আগে সেই বিদ্যুৎ কেড়ে নিলো আব্দুল জব্বারের (৫৫) জীবন।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি নামক স্থানে বিদ্যুৎলাইন সংস্কার করতে খুঁটিতে উঠেন জব্বার। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। জব্বার সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী জহির মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২১, ২০১৮ এনইউ/বিএসকে

 


bdnewseveryday.com © 2017 - 2018