BdNewsEveryDay.com
Thursday, March 21, 2019

বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিভাগীয় প্রধানদের এপিএ চুক্তি স্বাক্ষর

Thursday, June 21, 2018 - 838 hours ago

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাসমূহের প্রধানগণ অ্যান্যুয়াল পরফরমেন্স এগ্রিমেন্ট(এপিএ) চুক্তিতে স্বাক্ষর করেন। বাণিজ্য মন্ত্রালয়ের অধীন বিভাগগুলো হলো- বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ টেরিফ কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), আমদানি ও রফতানি অধিদফতর, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জয়েন্ট স্টক কোম্পানি এবং রফতানি উন্নয়ন ব্যুরো। এ সকল দফতর ও সংস্থা প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রনালয়ের দিক নিদের্শনা মোতাবেক এ চুক্তি স্বাক্ষর করা হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অবুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় উপ¯ি’ত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করেন। তিনি দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া জাতীয় শুদ্ধাচার কৌশলে সফলতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করাপ হয়। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্রাচার্য, টেরিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. জহির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণসহ  বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


bdnewseveryday.com © 2017 - 2018