BdNewsEveryDay.com
Sunday, April 22, 2018

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ড

Monday, April 16, 2018 - 140 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডে তিনটি পর্যটন কটেজ পুড়ে গেছে।

রবিবার রাত পৌনে দুইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, প্রচণ্ড বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই সাজেক ভ্যালিতে আগুন চারপাশে ছড়িয়ে যায়। সাজেক ভ্যালিতে এমনিতেই পানির তীব্র সংকট থাকে। যার কারণে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সাজেক বিলাস, গরবা কটেজ ও কাচালং কটেজ।

আগুন লাগার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ,স্থানীয় জনগণ ও দিঘীনালা থেকে অগ্নিনির্বাপক বাহিনী আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ওসি আনোয়ার হোসেন জানান, গভীর রাতে আগুন লাগায় এর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্তের পর এর কারণ জানা যাবে।


bdnewseveryday.com © 2017 - 2018