BdNewsEveryDay.com
Wednesday, April 25, 2018

নতুন সতীর্থদের সঙ্গে সময়টা কেমন কাটছে মুস্তাফিজের?

Monday, April 16, 2018 - 229 hours ago

ঢাকা অফিস- Monday, April 16th, 2018

আগের দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথমবার জিতেছিলেন শিরোপাও। এবার দল বদল হয়ে বাংলাদেশের পেসার খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে।

মুম্বাইয়ে নিজের প্রথম তিন ম্যাচে মুস্তাফিজ নিয়েছেন ৫ উইকেট। মুম্বাইয়ের অবস্থা যদিও খুব করুণ। বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে প্রথম তিন ম্যাচেই। আছে পয়েন্ট টেবিলের তলানিতে। নতুন দলে, নতুন সতীর্থদের সঙ্গে সময়টা কেমন কাটছে মুস্তাফিজের? আজ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

মুস্তাফিজ বলেছেন, ‘এ বছর প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। এর আগের দুই বছর আমি হায়দরাবাদে ছিলাম। এটা নতুন ড্রেসিং রুম, এখানে সিনিয়র অনেক খেলোয়াড় আছে। আমার বয়সিও অনেকে আছে। টিম কম্বিনেশন অনেক ভালো। কোচরা যথেষ্ট সাহায্য করছেন। খেলোয়াড়রাও অনেক সাহায্য করছে।’ হায়দরাবাদে প্রধান কোচ হিসেবে টম মুডিকে পেয়েছিলেন মুস্তাফিজ। মুম্বাইয়ের প্রধান কোচ শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। বোলিং কোচ হিসেবে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার শেন বন্ড। নতুন কোচদের থেকে শেখার চেষ্টা করছেন ‘দ্য ফিজ’, ‘সব সময় নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি।’

মুম্বাইয়ের পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গী হিসেবে আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। বুমরাহর সঙ্গে বোলিং উপভোগ করছেন বলে জানালেন কাটার মাস্টার, ‘বুমরাহ এখন খুব ভালো বোলিং করছে। বিশেষ করে ডেথ ওভারে ও খুবই ভালো বোলিং করে। এখন দুইজন একসঙ্গে বোলিং করতে পারছি, আমারও খুব ভালো লাগছে।’
bdnewseveryday.com © 2017 - 2018