BdNewsEveryDay.com
Monday, April 23, 2018

জয়ার বৈশাখ কলকাতায়

Sunday, April 15, 2018 - 196 hours ago

ঢাকা অফিস- Sunday, April 15th, 2018

কলকাতার সিনেমায় রীতিমতো ব্যস্ত নায়িকা জয়া আহসান। কাজের ব্যস্ততার কারণে এবার কলকাতায় নববর্ষ উদযাপন করলেন এই অভিনেত্রী। তবে বাংলাদেশকে খুব মিস করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন জয়া।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমটিকে জয়া আহসান বলেন, ‘কলকাতায় নববর্ষ উদযাপন করলাম। কিন্তু আমার বাড়ি অর্থাৎ বাংলাদেশকে খুব মিস করেছি। আর আমি সত্যি জানতাম না, কলকাতায় কীভাবে বাংলা নতুন বছর উদযাপন করা হয়। তবে বাংলাদেশে এর আয়োজন দুর্গাপূজার চেয়ে কম হয় না।’

তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এটি সারা দুনিয়ার মানুষের একবার হলেও দেখা উচিৎ। এটি খুবই রঙিন! আমার মনে হয়, পৃথিবীর আর কোথাও এভাবে নববর্ষ পালন করা হয় না। সব বৈষম্য ভুলে সব ধর্ম গোত্রের মানুষ এতে অংশ নিয়ে থাকেন। বাংলাদেশে নববর্ষ উদযাপন প্রমাণ করে আমরা কতটা ধর্ম নিরপেক্ষ।’

টানা এক মাস টলিউডের ‘কণ্ঠ’ সিনেমার শুটিং করার পর কয়েক দিন আগে ঢাকায় ফিরেছিলেন জয়া আহসান। ঢাকা ফিরেই নিজের প্রথম প্রযোজিত ‘দেবী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরপর সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করেন তিনি। টলিউডে জয়ার নতুন সিনেমা ‘ক্রিসক্রস’। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান।
bdnewseveryday.com © 2017 - 2018