BdNewsEveryDay.com
Thursday, March 21, 2019

ব্যথা ও অস্বস্তি নিয়ে অনুশীলন ছাড়লেন নেইমার

Tuesday, June 19, 2018 - 838 hours ago

শতভাগ ফিট নন নেইমার। রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মঙ্গলবার (১৯ জুন) ব্রাজিলের অনুশীলনে এমনই চিত্র দেখা গেল। যেখানে ব্যথা ও অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন তারকা এই স্ট্রাইকার।

এ ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সুইজারল্যান্ডর ম্যাচের পর গোড়ালিতে চোট পেয়েছে নেইমার। তবে আগামীকাল সে হালকা অনুশীলন করবেন।

এর আগে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা নেইমার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে দশবার কড়া ট্যাকলের শিকার হন। ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচটি।

আগামী শুক্রবার (২২ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দলের প্রাণভোমরা নেইমারকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে কিনা তাই নিয়ে শঙ্কায় ব্রাজিল শিবির।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮ এমএমএস


bdnewseveryday.com © 2017 - 2018