Monday, December 02, 2019 - 299 hours ago
মাদারীপুরের কালকিনি উপজেলায় পানিতে ডুবে একসঙ্গে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম অর্ঘ রায় (৩) ও প্রার্ঘ রায় (৩)। তারা একই গ্রামের অনিমেষ রায়ের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেয়ে ওই দুই ভাই বাড়ির উঠানে একটি বল নিয়ে খেলতে থাকে। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে দুই ভাইকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জিয়াউদ্দিন বলেন, ওই দুই শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে।
উপজেলার ডাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে