Monday, December 02, 2019 - 314 hours ago
১৩তম এসএ গেমসে প্রথম স্বর্ণপদক পেল বাংলাদেশ। সোমবার গেমসের দ্বিতীয় দিন সকালে অন্তরা ও সানের দুটি ব্রোঞ্জ পদক লাভের কয়েক ঘণ্টা পরেই আসে প্রথম স্বর্ণপদক। তায়কোয়ান্দোতে স্বর্ণপদক লাভ করেন দীপু চাকমা।
নেপালের কাঠমান্ডুর গেমস ভেন্যু থেকে আমাদের স্পোর্টস রিপোর্টার জসিম উদ্দিন রানা জানিয়েছে, তায়কোয়ান্দোর ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব ২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির সন্তান দীপু চাকমা।
এর আগে এদিন সকালে বাংলাদেশ প্রথম পদক পেয়েছে হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে। মেয়েদের কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতিছেন এই তরুণী। এর কিছুক্ষণ পরেই ছেলেদের ইন্ডিভিজ্যুয়াল কাতায় ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।
সকল