Monday, December 02, 2019 - 306 hours ago
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া মরাতল্লী গ্রামে একটি অগ্নিকাণ্ডে দগ্ধ এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল রোববার রাত ৮টার দিকে ঘটা এ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১০টি ঘর, দুইটি ছোট মুদির দোকান, আটটি গরু আগুনে পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছেন বাড়ির সুরজ্জামানের স্ত্রী সুইটি বেগম (৩৫)। তাকে দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে, পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর রাতে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সুইটি বেগম বাড়ির সাথে ছোট একটি দোকান চালাতেন। দোকানে পেট্রল বেচা হতো। গতকাল ঘটনার সময় পেট্রলের জার্কিনের পার্শে মোমবাতি জ্বালানো ছিল। হঠাৎ মোমবাতির আগুন পেট্রেলের জার্কিনে লেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল, শুকনো খাবার বিতরণ করেন।
তিনি অগ্নিদগ্ধ সুইটি বেগমকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার জন্য চার হাজার টাকা দেন।
এদিকে, আজ সোমবার সকালে দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে চাল, চিড়া, মুড়ি ও পাউরুটি বিতরণ করেন।
সকল