BdNewsEveryDay.com
Wednesday, June 03, 2020

খুলনায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮

Wednesday, October 09, 2019 - 838 hours ago

খুলনায় মদপানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক তরুণীও রয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা মারা যান। এ নিয়ে খুলনায় মদপানে মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে। মারা যাওয়া এই তিনজন হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের দীপ্ত (২২) ও একই এলাকার ইন্দ্রানী বিশ্বাস (২৫) এবং খুলনা নগরের রায়পাড়ার অমিত শীল (২৫)।

খুলনার সিভিল সার্জন এএসএম আবদুর রাজ্জাক জানান, আগে মারা যাওয়া পাঁচজনের মতো এই তিনজনও মদপান করেছিল বলে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে। অনেক সময় অতিরিক্ত মদপানে শরীরে বিষক্রিয়া হয়, এতে মানুষ মারা যায়। অতীতেও এমন বহু ঘটনা দেখা গেছে। মদগুলো সব ভারতীয় ছিল বলে তাঁরা জানতে পেরেছেন।

আরও পড়ুন...

‘অতিরিক্ত মদ্যপানে’ খুলনায় পাঁচজনের মৃত্যু

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে


bdnewseveryday.com © 2017 - 2018