BdNewsEveryDay.com
Thursday, June 04, 2020

আকস্মিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, সামরিক মহড়া শুরু

Wednesday, October 09, 2019 - 838 hours ago

ইরানের সেনাবাহিনী আজ বুধবার থেকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া শুরু করেছে। মহড়া উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি।

দেশটির সংবাদ সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, ওই মহড়ায় উন্নত ট্যাংক, কামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরণের উন্নত অস্ত্র ব্যাবহার করেছে সেনাবাহিনী। শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাভি বলেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। শত্রুদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশ সীমা হচ্ছে সেনাবাহিনীর রেড লাইন। ইরানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের কঠোর ও দাঁতাভাঙা জবাব দেওয়া হবে।

মেজর জেনারেল মুসাভি বলেন, ‘আজকের মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে।’

তিনি আরো বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মঙ্গলবার মধ্যরাতে হঠাৎকরে মহড়ার বিষয়টি অবহিত করা হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তাঁরা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়।

হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে যাতে কোনো ধরণের ইতস্তত ছাড়াই দেশকে রক্ষার পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়া যায় সে লক্ষ্যেই এ ধরণের মহড়া চালানো হয়ে থাকে।


bdnewseveryday.com © 2017 - 2018