BdNewsEveryDay.com
Wednesday, June 03, 2020

ধোনি ফিরবেন, নাকি আবসরে যাবেন?

Wednesday, October 09, 2019 - 838 hours ago

আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরবেন কি না, নাকি অবসরের পথে হাঁটবেন—সেই সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির ওপরই ছেড়ে দেওয়া হোক। এমনটাই  জানিয়েছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

আগামীকাল বৃহস্পতিবার পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে রবি শাস্ত্রী বলেন, ‘ধোনি ফিরে আসতে চায় কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তাঁকেই নিতে হবে। বিশ্বকাপের পর ধোনির সঙ্গে দেখা হয়নি। ওকে প্রথমে খেলা শুরু করতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে। যদি সে খেলতে চায় নির্বাচকদের নিশ্চয়ই জানাবে।’

বিশ্বকাপের পর থেকে ধোনিকে ২২ গজে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই অব্যাহতি নিয়েছিলেন তিনি। পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও তাঁকে দলে রাখেননি নির্বাচকরা। এখন শোনা যাচ্ছে, ধোনিই নাকি এখন খেলতে আগ্রহী নন। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পর্যন্ত নাকি খেলবেন না তিনি।

তাই ধোনিকে নিয়ে অবসরের আলোচনা জোরাল হয়। ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ক্যারিবিয়রা। সেই সিরিজেই ধোনি ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে। এর মধ্যে রবি শাস্ত্রী জানিয়েছেন, ‘ধোনি দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তালিকায় একদম শুরুর দিকেই থাকবে সে।’

এদিকে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ঋদ্ধিমান সাহাকে বসিয়ে রাখলেও ঋষভ পন্তকে খেলানো হয়েছিল প্রথম একাদশে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে অবশ্য উইকেটের পেছনে ফিরেছেন বাঙালি কিপার। এ ব্যাপারে ভারতীয় কোচ বরেন, ‘ঋদ্ধিমানের চোট ছিল। তাই পন্তকে প্রথম একাদশে খেলানো হয়েছিল। ঋদ্ধি বিশ্বসেরা উইকেটকিপার। ঘরের মাঠে যেখানে বাউন্সের হেরফের ঘটে, সেখানে তাঁর কিপিং ভীষণ গুরুত্বপূর্ণ।’


bdnewseveryday.com © 2017 - 2018