BdNewsEveryDay.com
Sunday, September 15, 2019

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

Wednesday, September 11, 2019 - 107 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন দলের নেতা-কর্মীরা।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।  এ সময় দলের নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা দলের প্রধানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই জাতীয় প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১২ টার দিকে  শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি শেষ হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান প্রমুখ।

এর আগে গত রবিবার বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার সঠিক চিকিৎসার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ডিএস/এএইচ


bdnewseveryday.com © 2017 - 2018