BdNewsEveryDay.com
Sunday, September 15, 2019

হবিগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল একজনের

Sunday, August 25, 2019 - 511 hours ago

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবদুল কালাম (৫৫) নামের এক ব্যক্তি। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাদিশাল গ্রামের বাসিন্দা আবদুল কালাম সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। তাঁকে গত মঙ্গলবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় ডেঙ্গুজ্বর শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে গত বুধবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল ডেঙ্গুজ্বরে আবদুল কালামের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ তাঁর মরদেহ বাড়িতে পৌঁছার পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে


bdnewseveryday.com © 2017 - 2018