BdNewsEveryDay.com
Tuesday, September 17, 2019

কঙ্গনার মুখে রণবীরের বন্দনা

Sunday, August 25, 2019 - 555 hours ago

বলিউড তারকাদের বিরুদ্ধে হামেশাই তোপ দাগান কঙ্গনা রনৌত। তবে এবার তিনি অন্য মেজাজে। বলিউডে এমন অনেকে আছেন, যাঁদের ফ্যাশন দেখে মুগ্ধ এই বলিউড কন্যা। তাঁদের মধ্যে রণবীর সিং অন্যতম।

ল্যাকমে ফ্যাশন উইকের ২০ বছর পূর্তি হচ্ছে এবার। মুম্বাইয়ের সেন্ট রেজিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে উদ্‌যাপন হচ্ছে এই ফ্যাশন উৎসব। সব বিতর্ক পাশে রেখে এবারও মঞ্চে ঝড় তোলেন কঙ্গনা রনৌত। তাঁর স্টাইল দেখে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। এই বলিউড তারকা কার স্টাইল পছন্দ করেন? প্রথম আলোকে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার চোখে রেখা, মিস্টার বচ্চন, রণবীর সিং খুব ফ্যাশন সচেতন। সোনমের স্টাইল খুবই ব্যতিক্রমী। প্রত্যেকে নিজ নিজ জায়গায় দুর্দান্ত।’নিজের ফ্যাশন ভাবনা নিয়ে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার ফ্যাশন নির্ভর করে অনুষ্ঠান আর উৎসবের ওপর। যখন ছবির চিত্রনাট্য শুনতে যাই, তখন আরামদায়ক কোনো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি পাশ্চাত্য পোশাক বেশি পরি। বাইরে কোথাও গেলে পাশ্চাত্য ধাঁচের পোশাক বেছে নিই। তবে ভারতীয় পোশাকও ভালোবাসি। সব ধরনের ফ্যাশন আমার পছন্দ।’

নিজের পছন্দের ডিজাইনার? এবার কঙ্গনা রনৌত বলেন, ‘প্রতিটি শোর ভাবনা আলাদা হয়। প্রত্যেক ডিজাইনারের নিজস্ব ভাবনা থাকে। তাই এভাবে বলা যায় না কে ভালো, কে মন্দ।’

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে


bdnewseveryday.com © 2017 - 2018